HSC ভূগোল ও পরিবেশ: ১ম অধ্যায় MCQ PDF Download

HSC ভূগোল ও পরিবেশ: ১ম অধ্যায় MCQ PDF Download

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

১. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে?
ক) জলবায়ুবিদ্যা
খ) ভূমিরূপবিদ্যা
গ) বারিমণ্ডল
ঘ) জীবমণ্ডল
সঠিক উত্তর: খ) ভূমিরূপবিদ্যা
২. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ-নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?
ক) পানিবিদ্যা
খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা
ঘ) ভূমিরূপবিদ্যা
সঠিক উত্তর: ঘ) ভূমিরূপবিদ্যা
৩. প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি?
ক) জনসংখ্যা ভূগোল
খ) বসতি ভূগোল
গ) কৃষি ভূগোল
ঘ) সমুদ্র ভূগোল
সঠিক উত্তর: ঘ) সমুদ্র ভূগোল
৪. প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?
ক) মৃত্তিকা বিশ্লেষণ
খ) মহাকাশ গবেষণা
গ) জীবের উৎপত্তি
ঘ) বায়ুমণ্ডলীয় তাৎপর্য
সঠিক উত্তর: ঘ) বায়ুমণ্ডলীয় তাৎপর্য
৫. ভূমিধসের বিষয় আলোচনা করা হয়—
ক) বাস্তুবিদ্যায়
খ) ভূমিরূপবিদ্যায়
গ) সমুদ্রবিদ্যায়
ঘ) জলবায়ুবিদ্যায়
সঠিক উত্তর: খ) ভূমিরূপবিদ্যায়
৬. প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?
ক) পানিচক্র
খ) বসতি
গ) নগরায়ন
ঘ) শিল্পায়ন
সঠিক উত্তর: ক) পানিচক্র
৭. ‘এবড়’ শব্দের অর্থ কী?
ক) পৃথিবী
খ) বর্ণনা
গ) ভূগোল
ঘ) বায়ুমণ্ডল
সঠিক উত্তর: ক) পৃথিবী
৮. Geography শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
ক) রিচার্ড হার্টশোন
খ) ই.এ ম্যাকনি
গ) ইরাটসথেনিস
ঘ) ডাডলি স্ট্যাম্প
সঠিক উত্তর: গ) ইরাটসথেনিস
৯. প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হলো—
ক) পরিবর্তনশীলতা
খ) অপরিবর্তনশীলতা
গ) প্রাণী বিষয়ক আলোচনা
ঘ) মানব সমাজ বিশ্লেষণ
সঠিক উত্তর: ক) পরিবর্তনশীলতা
১০. প্রাকৃতিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীর—
ক) নগর ও বসতি
খ) প্রাকৃতিক অবয়ব অধ্যয়ন
গ) জনসংখ্যা কাঠামো
ঘ) প্রাকৃতিক অবয়ব গঠন ও পরিবর্তন
সঠিক উত্তর: ঘ) প্রাকৃতিক অবয়ব গঠন ও পরিবর্তন
১১. নিচের কোনটি অশ্মমণ্ডলের অন্তর্ভুক্ত?
ক) শিলা ও খনিজ
খ) বায়ুর উপাদান
গ) সমুদ্রস্রোত
ঘ) মহীসোপান
সঠিক উত্তর: ক) শিলা ও খনিজ
১২. প্রাকৃতিক ভূগোলকে বিজ্ঞানের কোন শাখা হিসেবে বিবেচনা করা হয়?
ক) পদার্থবিজ্ঞান
খ) জীববিজ্ঞান
গ) রসায়ন বিজ্ঞান
ঘ) ভূবিজ্ঞান
সঠিক উত্তর: ঘ) ভূবিজ্ঞান
১৩. বারিমণ্ডলে আলোচ্য বিষয় কোনটি?
ক) মৃত্তিকা
খ) খনিজ
গ) সমুদ্রস্রোত
ঘ) প্রাণিজগৎ
সঠিক উত্তর: গ) সমুদ্রস্রোত
১৪. মৃত্তিকার গঠন নিয়ে আলোচনা করে কোন ভূগোল?
ক) ভূমিরূপবিদ্যা
খ) সমুদ্রবিদ্যা
গ) জলবায়ুবিদ্যা
ঘ) মৃত্তিকা ভূগোল
সঠিক উত্তর: ঘ) মৃত্তিকা ভূগোল
১৫. সাগরতলের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক) ভূমিরূপবিদ্যা
খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা
ঘ) মৃত্তিকা ভূগোল
সঠিক উত্তর: গ) সমুদ্রবিদ্যা
১৬. যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
ক) বায়ুমণ্ডল
খ) বারিমণ্ডল
গ) অশ্মমণ্ডল
ঘ) জীবমণ্ডল
সঠিক উত্তর: ক) বায়ুমণ্ডল
১৭. বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক) নদনদী
খ) জলবায়ু
গ) ভূমিকম্প
ঘ) ভূআলোড়ন
সঠিক উত্তর: খ) জলবায়ু
১৮. গাঙ্গেয় সমভূমির মৃত্তিকা কীরূপ?
ক) এঁটেল
খ) পলি
গ) বালি
ঘ) দোআঁশ
সঠিক উত্তর: খ) পলি
১৯. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অধিকাংশ অধিবাসীদের পেশা কী?
ক) কৃষিজীবী
খ) মৎস্যজীবী
গ) চাকরিজীবী
ঘ) ব্যবসায়ী
সঠিক উত্তর: ক) কৃষিজীবী
২০. আগ্নেয়গিরি, ক্ষয়ীভবন, বিচূর্ণীভবন কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক) প্রাকৃতিক ভূগোল
খ) অর্থনৈতিক ভূগোল
গ) সামাজিক ভূগোল
ঘ) জীবভূগোল
সঠিক উত্তর: ক) প্রাকৃতিক ভূগোল
২১. পৃথিবীর পরিবেশ মোট কয়টি উপাদান দ্বারা গঠিত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: গ) ৪টি
২২. পৃথিবীর বায়ুমণ্ডলের আনুমানিক বয়স কত?
ক) ২০ কোটি বছর
খ) ২৫ কোটি বছর
গ) ৩০ কোটি বছর
ঘ) ৩৫ কোটি বছর
সঠিক উত্তর: ঘ) ৩৫ কোটি বছর
২৩. অশ্মমণ্ডল, বারিমণ্ডল ও বায়ুমণ্ডল কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক) প্রাকৃতিক ভূগোল
খ) বাণিজ্যিক ভূগোল
গ) অর্থনৈতিক ভূগোল
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক) প্রাকৃতিক ভূগোল
২৪. পৃথিবীর গতি কয়টি?
ক) ৮টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ২টি
সঠিক উত্তর: ঘ) ২টি
২৫. আধুনিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কী?
ক) খনিজ পদার্থ
খ) জৈব পদার্থ
গ) রাসায়নিক পদার্থ
ঘ) অজৈব পদার্থ
সঠিক উত্তর: ক) খনিজ পদার্থ
২৬. প্রাণিজগৎ কীসের উৎস?
ক) খাদ্যের উৎস
খ) শিক্ষার উৎস
গ) চিকিৎসার উৎস
ঘ) সম্পদের উৎস
সঠিক উত্তর: ক) খাদ্যের উৎস
২৭. জীবমণ্ডল গঠিত হয়েছে— উদ্ভিদ, মৃত্তিকা ও প্রাণী নিয়ে।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
২৮. প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত— অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও বারিমণ্ডল।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
২৯. প্রাকৃতিক ভূগোলের উপাদান— নদনদী, মৃত্তিকা ও জলবায়ু।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৩০. জলবায়ুবিদ্যার আলোচ্য বিষয়— বায়ুর উপাদান ও বৃষ্টিপাত।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: খ) র ও ররর
৩১. জীবভূগোলে আলোচনা করা হয়— উদ্ভিদের উৎপত্তি, ক্রমবিকাশ ও বিন্যাস।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৩২. পৃথিবীর জলবায়ু সম্পর্কে জানতে হলে কোন শাখা অধ্যয়ন প্রয়োজন?
ক) ভূমিরূপবিদ্যা
খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা
ঘ) জীবভূগোল
সঠিক উত্তর: খ) জলবায়ুবিদ্যা
৩৩. জলবায়ুবিদ্যা অধ্যয়নে জানা যায়— বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুপ্রবাহের কারণ ও বায়ুর শ্রেণিবিভাগ।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৩৪. উদ্ভিদের উৎপত্তি ও ক্রমবিকাশ কোন শাখার আলোচ্য?
ক) জীবভূগোল
খ) মৃত্তিকা ভূগোল
গ) ভূমিরূপবিদ্যা
ঘ) পরিবেশ ভূগোল
সঠিক উত্তর: ক) জীবভূগোল
৩৫. ভূপৃষ্ঠের সাত ভাগের কত ভাগ পানিরাশি দ্বারা আবৃত?
ক) ৩ ভাগ
খ) ৪ ভাগ
গ) ৫ ভাগ
ঘ) ৭ ভাগ
সঠিক উত্তর: গ) ৫ ভাগ
৩৬. পৃথিবীপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি?
ক) ৭৯
খ) ৭১
গ) ৬৮
ঘ) ৫০
সঠিক উত্তর: খ) ৭১
৩৭. পানিচক্র বলতে কী বোঝায়?
ক) পানির রূপান্তরের মাধ্যমে স্থানান্তর
খ) খনিজ গঠন প্রক্রিয়া
গ) সঞ্চয়জাত সমভূমি
ঘ) পর্বতের অবস্থান
সঠিক উত্তর: ক) পানির রূপান্তরের মাধ্যমে স্থানান্তর
৩৮. ভূপৃষ্ঠের পরিবর্তনের শক্তিসমূহ— ভূমিকম্প ও আগ্নেয়গিরি।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ক) র ও রর
৩৯. কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
ক) জনসংখ্যা
খ) পরিবার
গ) বায়ুপ্রবাহ
ঘ) পাট শিল্প
সঠিক উত্তর: গ) বায়ুপ্রবাহ
৪০. সমুদ্রবিদ্যার উপাদান নয় কোনটি?
ক) মহাসাগর
খ) মহীসোপান
গ) ভূমিকম্প
ঘ) সমুদ্রস্রোত
সঠিক উত্তর: গ) ভূমিকম্প
৪১. প্রাকৃতিক ভূগোল মূলত কয়টি শাখায় বিভক্ত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: গ) ৪টি
৪২. প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত— কেন্দ্র থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত।
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর ও ররর
ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ) র, রর ও ররর
৪৩. মানুষের জীবনযাত্রায় প্রাকৃতিক ভূগোলের প্রভাবের ওপর গুরুত্ব দেন কারা?
ক) ইমানুয়েল কান্ট
খ) কার্ল রিটার
গ) র‍্যাটজেল ও সেম্পল
ঘ) রিচার্ড হার্টশোন
সঠিক উত্তর: গ) র‍্যাটজেল ও সেম্পল
৪৪. কোন ভূগোলকে ভূবিজ্ঞানের একটি শাখা ধরা হয়?
ক) অর্থনৈতিক
খ) প্রাকৃতিক
গ) মানব
ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: খ) প্রাকৃতিক
৪৫. প্রাকৃতিক উপাদানের আঞ্চলিক তারতম্য বিশ্লেষণকে কী বলে?
ক) গাণিতিক ভূগোল
খ) প্রাকৃতিক ভূগোল
গ) মানব ভূগোল
ঘ) অর্থনৈতিক ভূগোল
সঠিক উত্তর: খ) প্রাকৃতিক ভূগোল
৪৬. ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয়?
ক) ভূপৃষ্ঠ
খ) সমুদ্রতলদেশ
গ) তাপমাত্রা
ঘ) বার্ষিক গতি
সঠিক উত্তর: ক) ভূপৃষ্ঠ
৪৭. জোয়ারভাটা কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) জলবায়ুবিদ্যা
খ) মৃত্তিকাবিজ্ঞান
গ) সমুদ্রবিদ্যা
ঘ) ভূমিরূপবিদ্যা
সঠিক উত্তর: গ) সমুদ্রবিদ্যা
৪৮. প্রাকৃতিক বিষয় প্রকাশের জন্য পৃথক শাখা হিসেবে আত্মপ্রকাশ ঘটে—
ক) গাণিতিক ভূগোল
খ) আঞ্চলিক ভূগোল
গ) মানব ভূগোল
ঘ) প্রাকৃতিক ভূগোল
সঠিক উত্তর: ঘ) প্রাকৃতিক ভূগোল
৪৯. প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের প্রধান বিষয় কী?
ক) পৃথিবীর প্রাকৃতিক অবয়ব
খ) নগর ব্যবস্থা
গ) অর্থনীতি
ঘ) মানব বসতি
সঠিক উত্তর: ক) পৃথিবীর প্রাকৃতিক অবয়ব
৫০. ভূগোলের কোন অংশে ভূত্বকের ইতিহাস ও গঠন অনুসন্ধান করা হয়?
ক) জীবভূগোল
খ) পরিবেশবিদ্যা
গ) ভূমিরূপতত্ত্ব
ঘ) জলবায়ুবিদ্যা
সঠিক উত্তর: গ) ভূমিরূপতত্ত্ব

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url