HSC ভূগোল ও পরিবেশ: দ্বিতীয় অধ্যায় MCQ PDF Download
দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গঠন
1. ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত?
সঠিক উত্তর: ভূত্বক
2. হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
সঠিক উত্তর: ভাঁজবিশিষ্ট
3. বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণির ভূমিরূপের অন্তর্গত?
সঠিক উত্তর: নওগাঁ
4. সিয়াল স্তর কোনটি?
সঠিক উত্তর: অশ্মমণ্ডল
5. ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
সঠিক উত্তর: আগ্নেয়জাত
6. হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
সঠিক উত্তর: আগ্নেয়
7. স্রোতজ সমভূমি কোনটি?
সঠিক উত্তর: সুন্দরবন অঞ্চল
8. পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
সঠিক উত্তর: এশিয়া
9. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
সঠিক উত্তর: সঞ্চয়জাত
10. বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত—
সঠিক উত্তর: রর ও ররর
11. অশণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তাকে কী বলে?
সঠিক উত্তর: মোহা বিযুক্তি
12. হিমালয় কোন ধরনের পর্বত?
সঠিক উত্তর: ভঙ্গিল
13. রায়াদের বাড়ি কোন যুগে গঠিত?
সঠিক উত্তর: প্লাইস্টোসিন
14. উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হলো—
সঠিক উত্তর: রর ও ররর
15. কোনটি ইউরোপের পর্বতমালা?
সঠিক উত্তর: আল্পস্
16. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?
সঠিক উত্তর: ৩৪
17. মোচাকৃতি পর্বত কোনটি?
সঠিক উত্তর: আগ্নেয় পর্বত
18. ভূত্বকের শিলাস্তর কত প্রকার?
সঠিক উত্তর: ২
19. সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
সঠিক উত্তর: পৃথিবী
20. পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড?
সঠিক উত্তর: ৬০০০ক্ক
21. মোহোররাভিসিক বিযুক্তিরেখা কখন আবিষ্কৃত হয়?
সঠিক উত্তর: ১৯০৯
22. বলিভিয়া কোন জাতীয় মালভূমি?
সঠিক উত্তর: পর্বতবেষ্টিত
23. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
সঠিক উত্তর: নিকেল ও লোহা
24. পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়?
সঠিক উত্তর: ১০০০
25. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
সঠিক উত্তর: বাংলাদেশ
26. কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত্ত কেন?
সঠিক উত্তর: উচ্চতার কারণে
27. কোন জাতীয় পর্বতের চ্যুতিরেখা দেখা যায়?
সঠিক উত্তর: ভঙ্গিল পর্বত
28. হেনরি ও ব্ল্যাক হিলস কোন জাতীয় পর্বত?
সঠিক উত্তর: ল্যাকোলিথ পর্বত
29. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চ্যুতিকূপ পর্বত দেখা যায়-
সঠিক উত্তর: পূর্ব আফ্রিকায়
30. দুটি চ্যুতির মধ্যবর্তী উন্নত ভূভাগকে বলে—
সঠিক উত্তর: চ্যুতি-স্তূপ পর্বত
31. কোনটি লাভা গঠিত মালভূমি?
সঠিক উত্তর: কলম্বিয়া
32. কলম্বিয়া মালভূমি কোথায়?
সঠিক উত্তর: দক্ষিণ আমেরিকা
33. সমভূমি উন্নীত মালভূমি—
সঠিক উত্তর: তিব্বত মালভূমি
34. কলোরাডো মালভূমি কোথায়?
সঠিক উত্তর: উত্তর আমেরিকা
35. তিব্বত মালভূমির আয়তন কত?
সঠিক উত্তর: ৮ লক্ষ বর্গ মাইল
36. ভূত্বকের বহির্ভূত উপাদান হলো—
সঠিক উত্তর: অক্সিজেন ও সিলিকন
37. ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য—
সঠিক উত্তর: গম্বুজাকৃতির, শৃঙ্গ থাকে না ও ঢাল খাড়া হয়
38. আগ্নের পর্বতের বৈশিষ্ট্য—
সঠিক উত্তর: মোচাকৃতি ও ঢাল মাঝারি
39. মালভূমি সৃষ্টির কারণ—
সঠিক উত্তর: ভূআন্দোলন, ভূপৃষ্ঠের ক্ষয়সাধন ও ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়
40. মহাদেশীয় মালভূমি হলো—
সঠিক উত্তর: স্পেন, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড
41. ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্য হলো—
সঠিক উত্তর: মৃত্তিকার আবরণ বেশি পুরু নয়, কৃষি কাজে অনুপযুক্ত ও বিশাল এলাকা জুড়ে বিস্তৃত
42. পলি সঞ্চিত সমভূমি—
সঠিক উত্তর: মিসিসিপি, নীল নদ ও হোয়াংহো
43. প্লাবন সমভূমির উদাহরণ—
সঠিক উত্তর: সিন্ধু, গঙ্গা ও হোয়াংহো
44. ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত?
সঠিক উত্তর: সিয়াল ও সিমা
45. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?
সঠিক উত্তর: নিকেল ও লোহা
46. গুরুমণ্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু?
সঠিক উত্তর: ২৮৮৫ কিমি
47. কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত?
সঠিক উত্তর: ৩৪৮৬ কিমি
48. সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে কী বলে?
সঠিক উত্তর: মালভূমি
49. কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্মবিশিষ্ট?
সঠিক উত্তর: ভঙ্গিল পর্বত
50. সমোন্নতি রেখা সমান দূরত্বে অবস্থান করলে কীরূপ ঢাল হয়?
সঠিক উত্তর: সুসম ঢাল
