HSC ভূগোল ও পরিবেশ: তৃতীয় অধ্যায় MCQ PDF Download
তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
● তলদেশ ক্ষয়ের দরুন
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে
২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
● অক্সিডেশন
খ. সলিউশন
গ. কার্বনেশন
ঘ. হাইড্রেশন
৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে
খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে
● মানস সরোবরে
৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম
৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড
খ. খরস্রোত
● জলপ্রপাত
ঘ. গিরিখাত
৬. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?
৭. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি
খ. বরেন্দ্র ভূমি
গ. প্লাবন ভূমি
● পাহাড়ি ভূমি
৮. উদ্দীপকের প্রক্রিয়াটি—
ক. নগ্নীভবন
● বিচূর্ণীভবন
গ. ক্ষয়ীভবন
ঘ. অপসারণ
৯. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক কোনটি?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১০. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা—
● র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর
১১. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
ক. মানস সরোবরে
খ. লুসাই পাহাড়ে
গ. নাগা-মনিপুরে
● গাঙ্গোত্রী হিমবাহে
১২. পাত-সঞ্চলন মতবাদ প্রদান করেন কে?
● লি পিনচন
খ. ডাললি স্ট্যাম্প
গ. ইরাটসথেনিস
ঘ. রিচার্ড হার্টশোন
১৩. ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লি পিনচন কত সালে পাত-সঞ্চালন মতবাদ প্রদান করেন?
ক. ১৯৬১
খ. ১৯৬৩
গ. ১৯৬৭
● ১৯৬৮
১৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন?
ক. জেভিয়ার লি পিনচন
খ. আলেকজান্ডার হামবোল্ড
● রিখটার
ঘ. হার্টশোন
১৫. রিখটার স্কেলের মাধ্যমে কী পরিমাপ করা হয়?
ক. বারিপাত
● ভূমিকম্পের তীব্রতা
গ. বায়ুপ্রবাহের গতি
ঘ. স্রোতের তীব্রতা
১৬. নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
● ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি
খ. বনভূমি ও পাহাড়ি
গ. সমভূমি ও মালভূমি
ঘ. বনভূমি ও সমভূমি
১৭. সুনামি শব্দের অর্থ কী?
● ঢেউ
খ. চোখ
গ. ঝড়
ঘ. বন্যা
১৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরি রয়েছে?
ক. ৩৫০
খ. ৫০০
গ. ৫১৬
● ৫২৯
১৯. দুটি পাত স্থানচ্যুত হলে তাদের সীমান্তে ভূপৃষ্ঠের চাপ কেমন হয়?
● কমে যায়
খ. বেড়ে যায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কমতে কিংবা বাড়তে পারে
২০. পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে প্লেটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক. সম্প্রসারণ গতি
● সংকোচন গতি
গ. পার্শ্বীয় গতি
ঘ. উর্ধ্বগতি
২১. মহাদেশীয় প্লেট যদি মিলানো যায় তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের সাথে মিলবে—
● আফ্রিকার পশ্চিম প্রান্ত
খ. ইউরোপের পশ্চিম প্রান্ত
গ. আফ্রিকার পূর্ব প্রান্ত
ঘ. ইউরোপের পূর্ব প্রান্ত
২২. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
ক. কঠিন
খ. তরল
● বায়বীয়
ঘ. কঠিন ও বায়বীয়
২৩. নিচের কোনটির কারণে ভূমিরূপের আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়?
● আগ্নেয়গিরি
খ. হিমবাহ
গ. সমুদ্রস্রোত
ঘ. তুহিন
২৪. নিচের কোন শক্তির প্রভাবে ভূমিরূপের ধীর পরিবর্তন হয়?
ক. আগ্নেয়গিরি
খ. ভূমিকম্প
গ. ভূগর্ভের চাপ
● তুহিন
২৫. রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
ক. ১ থেকে ৮
খ. ১ থেকে ৯
● ১ থেকে ১০
ঘ. ১ থেকে ১২
২৬. মার্সেলির স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
ক. ১ থেকে ৮
খ. ১ থেকে ৯
গ. ১ থেকে ১০
● ১ থেকে ১২
২৭. সি.এফ রিখটার ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৩০
খ. ১৯৩১
● ১৯৩৫
ঘ. ১৯৩৬
২৮. মার্সেলি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৩০
● ১৯৩১
গ. ১৯৩৫
ঘ. ১৯৩৬
২৯. পৃথিবীর শতকরা ৫০ ভাগ ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়?
● ভঙ্গিল পার্বত্য এলাকা
খ. খাড়া উপকূলীয় অঞ্চল
গ. প্রণব ভূমি অঞ্চল
ঘ. সমুদ্রগর্ভে
৩০. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায়?
ক. জাপান
● ইতালি
গ. চীন
ঘ. ইন্দোনেশিয়া
৩১. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
ক. সক্রিয় বিস্ফোরক
খ. সক্রিয় অবিরাম
গ. সক্রিয় সবিরাম
● সুপ্ত আগ্নেয়গিরি
৩২. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায়?
● ইন্দোনেশিয়া
খ. জাপান
গ. ইতালি
ঘ. মেক্সিকো
৩৩. যেসব আগ্নেয়গিরি হতে বহুকাল অগ্ন্যুৎপাত হয়নি এবং হবে না তাকে বলে—
ক. সুপ্ত আগ্নেয়গিরি
● মৃত আগ্নেয়গিরি
গ. শান্ত সক্রিয়
ঘ. শান্ত মৃত
৩৪. সক্রিয় সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ—
ক. লাসেন পিক
● ভিসুভিয়াস
গ. ফুজিয়ামা
ঘ. ম্যানোলোয়া
৩৫. পৃথিবীর সর্ববৃহৎ আগ্নেয় পর্বত মাউন্টনোয়া কোন মণ্ডলে?
● প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
খ. ইউরোশিয়া অঞ্চল
গ. আটলান্টিক অঞ্চল
ঘ. ভারত মহাসাগরীয় অঞ্চল
৩৬. আগ্নেয় মেঘলা মালার মতো ঘিরে রেখেছে কোনটিকে?
ক. আটলান্টিক মহাসাগরকে
● প্রশান্ত মহাসাগরকে
গ. ইউরেশিয়া অঞ্চলকে
ঘ. ভারত মহাসাগরকে
৩৭. ভিসুভিয়াস আগ্নেয় পর্বতমালা কোন বলয়ে?
ক. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
● ইউরেশিয়া অঞ্চল
গ. আটলান্টিক অঞ্চল
ঘ. ভারত মহাসাগরীয় অঞ্চল
৩৮. সমুদ্রতল থেকে উত্থিত আগ্নেয়গিরির চূড়া কোন নামে পরিচিত?
ক. ফোঁটা
● ক্রেটার
গ. শিখর
ঘ. চূড়া
৩৯. আগ্নেয়গিরি বিস্ফোরণের সময় সৃষ্ট লাল ও গরম ছাইকে কী বলা হয়?
ক. ছাইবৃষ্টি
খ. ল্যাভা
● পেরিক্লাস্টিক ফ্লো
ঘ. আগ্নেয় ধোঁয়া
৪০. আগ্নেয়গিরি ঝুঁকিপূর্ণ অঞ্চলে কোন নীতি প্রয়োগ করা হয়?
ক. অবাধ বসতি
খ. কৃষি সম্প্রসারণ
গ. শিল্প সম্প্রসারণ
● ঝুঁকি হ্রাস নীতি
৪১. পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
● এশিয়া
গ. উত্তর আমেরিকা
ঘ. ইউরোপ
৪২. আফ্রিকা মহাদেশে সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
ক. নাইল
● নাইল নদী
গ. নাইজার
ঘ. কঙ্গো
৪৩. নিচের কোন মহাদেশে ক্রমবর্ধমান আগ্নেয়গিরি সবচেয়ে বেশি?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
● এশিয়া
ঘ. উত্তর আমেরিকা
৪৪. ইউরোপের সর্ববৃহৎ আগ্নেয়গিরি কোনটি?
ক. এ্যট্না
● ভিসুভিয়াস
গ. পিনাতুবো
ঘ. ক্রাকাতোয়া
৪৫. আগ্নেয়গিরির প্রকারভেদ কয়টি?
৪৬. পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
ক. ফুজিয়ামা
খ. ক্রাকাতোয়া
● কিলাউয়া
ঘ. ভিসুভিয়াস
৪৭. সমুদ্র-উচ্চতা থেকে সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোনটি?
ক. এ্যট্না
খ. ফুজিয়ামা
● কিলাউয়া
ঘ. তাম্বোরা
৪৮. আগ্নেয়গিরি বিস্ফোরণে সৃষ্ট গরম ল্যাভাকে কী বলা হয়?
ক. ছাইবৃষ্টি
খ. পেরিক্লাস্টিক ফ্লো
● ল্যাভা
ঘ. আগ্নেয় ধোঁয়া
৪৯. মৃত আগ্নেয়গিরি কোনটি?
ক. ফুজিয়ামা
খ. কিলাউয়া
● তাম্বোরা
ঘ. ভিসুভিয়াস
৫০. পৃথিবীতে সর্বাধিক মৃত আগ্নেয়গিরি কোথায়?
ক. জাপান
খ. ইতালি
● হাওয়াই
ঘ. ফিলিপাইন