HSC ভূগোল ও পরিবেশ: চতুর্থ অধ্যায় MCQ PDF Download
চতুর্থ অধ্যায় : বায়ুমণ্ডল ও বায়ুদূষণ
১. ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
খ. বেতার তরঙ্গের প্রতিফলন
গ. অতি বেগুনি রশ্মি শোষণ
● উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস
২. সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
● ওজোন
খ. নাইট্রোজেন
গ. হিলিয়াম
ঘ. হাইড্রোজেন
৩. বায়ুদূষণের কারণ হলো— নিচের কোনটি সঠিক?
র. গাছপালা আগুনে পোড়ানো
রর. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
ররর. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
● র ও রর
৪. বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
৫. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকরী হলো— নিচের কোনটি সঠিক?
র. বনায়ন কার্যক্রম জোরদার করা
রর. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
ররর. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা
● রর ও ররর
৬. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
৭. কোনটি বায়ুদূষণের স্থির উৎস নয়?
ক. রেফ্রিজারেটর শিল্প
খ. তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ. শিল্প প্রক্রিয়াকরণ
● পরিবহন স্থল, জল ও আকাশপথে
৮. বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখানে প্রায় সমান থাকে তাকে কী বলে?
● সমমণ্ডল
খ. বিষমমণ্ডল
গ. ওজোননাস্ফিয়ার
ঘ. মেসোস্ফিয়ার
৯. উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
১০. কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?
ক. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
● নাইট্রোজেন ও অক্সিজেন
গ. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
ঘ. অক্সিজেন ও আরগন
১১. বায়ুমণ্ডলে বিষমমণ্ডলের অবস্থান কোথায়?
ক. ৬০-৬৫ কি. মি. ঊর্ধ্বে
খ. ৭০-৭৫ কি. মি. ঊর্ধ্বে
গ. ৮০-৮৫ কি. মি. ঊর্ধ্বে
● ৮৫-৯০ কি. মি. ঊর্ধ্বে
১২. ভূপৃষ্ঠ থেকে কত কি. মি. পর্যন্ত বায়ুমণ্ডলের গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় সমান থাকে?
ক. ৭০ কি. মি. উর্ধ্বে
খ. ৭৫ কি. মি. ঊর্র্ধ্বে
গ. ৮০ কি. মি. ঊর্ধ্বে
● ৯০ কি. মি. ঊর্ধ্বে
১৩. তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কত ভাগে ভাগ করা যায়?
১৪. কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর?
ক. ট্রপোস্ফিয়ার
● স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
১৫. কোনটি নিস্ক্রিয় গ্যাস?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
● আর্গন
১৬. বায়ুমণ্ডলের কোন স্তরের কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আসতে পারে না?
● ওজোনোস্ফিয়ার
খ. মেসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
১৭. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে?
ক. ওজোনোস্ফিয়ার
খ. মেসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
● আয়নোস্ফিয়ার
১৮. অণু-পরমাণুগুলো সবসময় ঊধর্ব দিকে উখিত হয় বলে ঝরনা স্তর বলে—
ক. ম্যাগনেটোস্ফিয়ারকে
● এক্সোস্ফিয়ারকে
গ. ওজোনোস্ফিয়াকে
ঘ. মেসোস্ফিয়ারকে
১৯. ইলেকট্রন ও প্রোটন আয়নগুলো বলয়াকারে অবস্থান করে—
ক. স্টাটোস্ফিয়ার স্তরে
খ. থার্মোস্ফিয়ার স্তরে
গ. এক্সোস্ফিয়ার স্তরে
● ম্যাগনেটোস্ফিয়ার স্তরে
২০. মৃত্তিকা দূষিত হয় কোন দূষক দ্বারা?
● ধূলিকণা ও ভাইরাস
খ. মিথাইল আয়োডাইড
গ. কার্বন মনোঅক্সাইড
ঘ. নাইট্রোজেন অক্সাইড
২১. নাইট্রোজেন অক্সাইড-এর সংকেত কোনটি?
২২. এমফাইসিমার প্রধান কারণ কোনটি?
● ধূমপান
খ. অতিরিক্ত পরিশ্রম
গ. ওজন গ্যাস
ঘ. সালফার অক্সাইড
২৩. জীবাশ্ম জ্বালানি কোনটি?
ক. সৌরশক্তি
খ. বায়ুশক্তি
● প্রাকৃতিক গ্যাস
ঘ. জৈব গ্যাস
২৪. বায়ুমণ্ডলের মূল উপাদান কয়টি?
২৫. পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর জন্য দায়ী কোনটি?
ক. অশ্মমণ্ডল
খ. বারিমণ্ডল
● বায়ুমণ্ডল
ঘ. জীবমণ্ডল
২৬. বায়ুমণ্ডলে ঈঙ২ গ্যাসের পরিমাণ কত শতাংশ?
ক. ০.০৯%
● ০.০৩%
গ. ০.০৫%
ঘ. ০.০৪%
২৭. ওজোন গ্যাসের সংকেত কোনটি?
২৮. স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
ক. ঐপোসীমা
● স্ট্রাটোসীমা
গ. মেসোপজ
ঘ. ট্রলোপজ
২৯. মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়?
ক. স্ট্রাটোস্ফিয়ার
● মেসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
৩০. বায়ুমণ্ডলে কোন স্তরটিতে চার্জিত কণিকার উপস্থিতি রয়েছে?
ক. ট্রপোস্ফিয়ার
খ. ওজোন স্তর
গ. মেসোস্ফিয়ার
● অক্সিজেন স্তর
৩১. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে আয়নোস্কিয়ারকে কী বলা হয়?
● থার্মোোস্ফিয়ার
খ. ম্যাগনেটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
৩২. গ্লোবাল ওয়ার্মিং-এ মুখ্য ভূমিকা পালন করছে কোন গ্যাস?
৩৩. সালোকসংশ্লেষণে কোনটি প্রয়োজন হয়?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
● কার্বন ডাইঅক্সাইড
ঘ. পানি
৩৪. কিছু কিছু ব্যাকটেরিয়া বায়ু থেকে কোন উপাদান সংগ্রহ করে?
৩৫. বায়ুমণ্ডলের প্রধান দুটি গ্যাস কোনটি?
ক. অক্সিজেন ও আর্গন
খ. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
গ. নাইট্রোজেন ও অক্সিজেন
● নাইট্রোজেন ও অক্সিজেন
৩৬. বায়ুমণ্ডলের স্তরগুলোকে ভাগ করার প্রধান মানদণ্ড কি?
ক. চাপ
খ. ঘনত্ব
● তাপমাত্রা
ঘ. আর্দ্রতা
৩৭. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি?
ক. থার্মোস্ফিয়ার
খ. মেসোস্ফিয়ার
গ. স্ট্রাটোস্ফিয়ার
● এক্সোস্ফিয়ার
৩৮. বায়ুমণ্ডলের কোন স্তরটি বাণিজ্যিক বিমান চলাচলের জন্য উপযুক্ত?
ক. স্ট্রাটোস্ফিয়ার
● ট্রপোস্ফিয়ার-উপরে কিছু অংশ
গ. মেসোস্ফিয়ার
ঘ. থার্মোস্ফিয়ার
৩৯. বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা সর্বাধিক?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার
● থার্মোস্ফিয়ার
৪০. বায়ুদূষণ প্রতিরোধে কোন ব্যবস্থা সবচেয়ে কার্যকর?
ক. শিল্পায়ন বৃদ্ধি
খ. যানবাহন সংখ্যা বৃদ্ধি
● বনায়ন ও দূষণ নিয়ন্ত্রণ
ঘ. জীবাশ্ম জ্বালানি বৃদ্ধি
৪১. আয়নোস্ফিয়ার কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
ক. তাপ রক্ষণ
খ. পানি সংরক্ষণ
গ. বৃষ্টি সৃষ্টিতে
● বেতার তরঙ্গ প্রতিফলন
৪২. মেসোস্ফিয়ারে কোন ঘটনা ঘটে?
ক. গ্রীষ্মপ্রধান বাতাস প্রবাহ
খ. বৃষ্টিপাত বৃদ্ধি
● উল্কা ভস্মীভূত হয়
ঘ. স্থিতিশীল তাপমাত্রা
৪৩. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারকে আলাদা করে কোন স্তর?
ক. মেসোপজ
খ. থার্মোপজ
● ট্রপোপজ
ঘ. এক্সোপজ
৪৪. বায়ুমণ্ডলে পানি বাষ্পের প্রধান উৎস কোনটি?
ক. নদী ও সমুদ্র
খ. গাছপালা
গ. মাটির আর্দ্রতা
● সবগুলো
৪৫. বায়ুমণ্ডলের ঘনত্ব কোথায় সর্বোচ্চ?
ক. এক্সোস্ফিয়ার
খ. থার্মোস্ফিয়ার
গ. স্ট্রাটোস্ফিয়ার
● ট্রপোস্ফিয়ার
৪৬. বায়ুমণ্ডলের কোন স্তরটি বাণিজ্যিক উড়ানের জন্য নিরাপদ?
ক. মেসোস্ফিয়ার
খ. থার্মোস্ফিয়ার
গ. এক্সোস্ফিয়ার
● স্ট্রাটোস্ফিয়ার
৪৭. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মূল উৎস কী?
ক. প্রাণিজ নিঃশ্বাস
খ. জীবাশ্ম জ্বালানি পোড়ানো
গ. বনজ জ্বালানি পোড়ানো
● সবগুলো
৪৮. বায়ুমণ্ডলের কোন স্তরটি উল্কাপাত ও ধূমকেতুর জন্য প্রধান?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
● মেসোস্ফিয়ার
ঘ. থার্মোস্ফিয়ার
৪৯. বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় থাকে?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
● মেসোস্ফিয়ার
ঘ. থার্মোস্ফিয়ার
৫০. বায়ুমণ্ডলের উপরিভাগে কোন স্তর পৃথিবীর সাথে সরাসরি সংযুক্ত নয়?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার
● এক্সোস্ফিয়ার